বরিশালে ২৫০০ কেজি পলিথিনসহ ব্যবসায়ী গ্ৰেফতার

0
3


বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিনসহ মো. আক্কাস হাওলাদার (৪২) নামে এক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে অভিযান চালিয়ে এ পলিথিন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে নগরীর পলাশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর। এ সময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আক্কাস হাওলাদার ৫নং ওয়ার্ড পলাশপুর ৩নং গলী সংলগ্ন মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একইসঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।

শাওন খান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।