চট্টগ্রামে গুলি ছুঁড়ে টাকা লুট, সন্ত্রাসী মনসুর বরগুনায় গ্রেফতার

0
2


চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে ডিমের আড়তে গুলি ছুঁড়ে ৮০ হাজার টাকা লুটের ঘটনায় সন্ত্রাসী মনসুর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাতে তাকে বরগুনা থেকে গ্রেফতার করে খুলনা পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বরগুনা থেকে সন্ত্রাসী মনসুরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। বিস্তারিত আজ দুপুরে নগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে জানানো হবে।

গ্রেফতার মনসুর নগরের পাহাড়তলীর দুলালাবাদ এলাকার জমির আহাম্মদের ছেলে এবং পাহাড়তলীর সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সাবের আহমদের অনুসারী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন যাবৎ ১৫ থেকে ২০ জনের দল গঠন করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন।

গত ২৩ আগস্ট দিনগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারের একটি ডিমের আড়তে গুলি ছুঁড়ে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় মনসুর ও তার দলবল। সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই ডিমের আড়তে হঠাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়েন মনসুর ও তার তিন সহযোগী সন্ত্রাসী। পরে দোকানের ক্যাশ থেকে তারা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান। যাওয়ার সময় ফাঁকা গুলি ছোঁড়েন, যাতে কেউ এগিয়ে আসতে না পারেন।

পুলিশ সূত্র জানায়, মনসুর পাহাড়তলী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১২টি মামলা রয়েছে।

২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তে রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাসুদ রানাকে খুনের মামলার আসামি এই মনসুর। টাকা লুট করতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়। এ ঘটনার পর অস্ত্র-গুলিসহ মনসুরকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে মাসুদ হত্যা মামলাটি বিচারাধীন।

এএজেড/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।