মুন্সিগঞ্জের শ্রীনগরে ইয়াবাসহ আব্দুল হালিম খান টিপু (৩৮) ও স্বপন ওরফে রুবেল (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার এম রহমান কমপ্লেক্সের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হালিম খান টিপু শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুশুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্বপন শেখবাড়ির নুর ইসলাম মিয়ার ছেলে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনাকারী শ্রীনগর থানার এসআই আব্দুল আজিজ জানান, রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাজারের এম রহমান কমপ্লেক্স এলাকায় এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীকে না পেলেও দুজনের অবস্থান দেখতে পাই। এ সময় টিপু ও স্বপন নামের দুইকে ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। সন্দেহভাজন হওয়ায় তাদের তল্লাশি চালানো হলে টিপুর পকেট থেকে ৮ পিস ও স্বপনের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দু’জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হচ্ছে।
আরাফাত রায়হান সাকিব/এফএ/জিকেএস