ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বিরুদ্ধে মামলা করেছেন এক বিএনপি নেতা। এ মামলায় আওয়ামী লীগের আরও ৫৮ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।
সোমবার (১১ নভেম্বর) ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান অন্যতম।
এর আগে রোববার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে পরিচিত উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মামলার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পরিদর্শক আবুল খায়ের শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, কাউকে আটক করা যায়নি।
এন কে বি নয়ন/এসআর/এমএস