চট্টগ্রামে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুক আহম্মদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সিএমপির কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা গ্রামের বাইট্টা গোষ্ঠীর পারিবারিক কবরস্থানের পুকুরপাড় থেকে ১ লাখ ১৫ হাজার ইয়াবাসহ ফারুক আহম্মদকে গ্রেফতার করে কর্ণফুলী থানা পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলা বিচারাধীন অবস্থায় জামিনে বেরিয়ে পলাতক হন তিনি।
পরে আদালত তার অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। রায়ে তাকে সাত বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।
এমডিআইএইচ/এমএএইচ/এমএস