পাহাড়ে সেনাশাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন প্রকৃতপক্ষে পাহাড়ে সেনাশাসন নয়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্রিগেডিয়ার জেনারেল আমান হাসান এসব কথা বলেন।
এসময় তিনি সাম্প্রতিক সময়ে জেলায় ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে নিয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রশংসা করেন। একইসঙ্গে দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।
এর আগে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি প্রেস ক্লাবে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস