কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের প্রতিহত করতে হবে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো বিএনপির দুর্গখ্যাত মাটিরাঙ্গায় ভয়হীন পরিবেশে বড় কোনো জনসমাবেশে বক্তব্য রাখলেন ওয়াদুদ ভূইয়া।
বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। গত ১৭ বছর ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। একদিনে বিজয় অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির হাতেই দেশ ও জনগণ নিরাপদ।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধূরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমএস