চট্টগ্রামের ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড সংলগ্ন খিল্লাপাড়ায় ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১১ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সেনাপ্রধান রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলনেও অংশগ্রহণ করেন।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান খিল্লাপাড়ায় ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই হাসপাতাল সুদক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি মেডিকেল কলেজ, চিফ এক্সিকিউটিভ অফিসার, ফ্যাকাল্টি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল (এসিএন্ডএস), রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান বক্তব্যে রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সব সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নবগঠিত ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’ থেকে জ্যেষ্ঠতম ইউনিট অধিনায়ককে সোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ দ্বারা অলংকৃত করেন।
অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর সব আর্টিলারি ব্রিগেডের কমান্ডার, আর্টিলারি ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।
টিটি/এসআইটি/এমএস