চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে জুতার গোডাউনে আগুন

0
2


চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নুপুর মার্কেটের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তামাকুমুণ্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

তিনি বলেন, নুপুর মার্কেটের সপ্তম তলায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুনের খবর পেয়ে লামারবাজারসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে অংশ নিয়েছে।

এএজেড/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।