ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে নির্যাতন ও বিকৃত ভিডিও করে চাঁদা দাবির মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা নির্যাতিত ওই স্কুলছাত্রের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে। সংঘবদ্ধ গ্যাং তৈরি করে তারা সহপাঠীদের বুলিং ও মেয়েদের উত্ত্যক্ত করতো।
সম্প্রতি তারা এক ছাত্রকে মারপিট করে বিবস্ত্র ভিডিও করে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর গত ৩ নভেম্বর স্কুলের পরীক্ষা শেষে বের হলে তাকে মোটরসাইকেলে তুলে আখ ক্ষেতে নিয়ে বেদম মারপিট করে। এ ঘটনার তথ্য জানতে পেরে ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশে মধুখালী থানায় শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. নুরুজ্জামান এ মামলায় দুই আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম