মিছিলে স্লোগান দেওয়ার সময় মাটিতে লুটিয়ে পড়লেন যুবদল নেতা

0
2


কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির মিছিলে গিয়ে মফিজুল ইসলাম (৫৬) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ইলিয়টগঞ্জে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মফিজুল ইসলাম দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ইলিয়টগঞ্জ বিএনপি ও যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে বিক্ষোভ সমাবেশের অয়োজন করা হয়। এক পর্যায়ে মফিজুল ইসলাম মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার বাদ মাগরিব উপজেলার মালিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মফিজুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, যতটুকু জেনেছি ইলিয়টগঞ্জে বিএনপির মিছিলে স্ট্রোক করে মফিজুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।