আ’লীগ নেতাকে তুলে নিয়ে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

0
1


সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে এনে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটার সময় চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় সাদা পোশাকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আটক বাহাদুর খান (৫৫) সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার জামাল কাজীর বাড়ি মৃত মো. ইউসুফ খানের ছেলে। তিনি উপজেলার ছলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার বলেন, চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকা থেকে তাকে ধরে পুলিশে দিয়েছে। তাকে একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হবে।

শুক্রবার একইভাবে চট্টগ্রাম নগরীর কর্ণেলহাট এলাকার নিজ বাসা থেকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।