বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশি পর্যটকের অভাব, কলকাতার হোটেল-দোকানে ব্যবসা কমেছে ৭০%
সেন্ট্রাল কলকাতার দুই বর্গকিলোমিটারজুড়ে শতাধিক হোটেল ও তিন হাজারেরও বেশি দোকান রয়েছে। পর্যটকনির্ভর এই বাণিজ্যিক এলাকা মিনি বাংলাদেশ নামে পরিচিত। মূলত বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব বেশ বাজেভাবেই পড়েছে এই এলাকার ব্যবসায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার মিনি বাংলাদেশ এলাকার বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় ৭০ শতাংশ কমে গেছে।
বাংলাদেশিদের বের করে দেওয়ার হুমকি দিলেন বিজেপি সভাপতি
ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে। এছাড়া যেসব অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডের স্থানীয় নারীদের বিয়ে করেছেন, তাদের সন্তানদের আদিবাসী অধিকার দেওয়া হবে না।
সুইজারল্যান্ডে নিষিদ্ধ হচ্ছে বোরকা, মুখ ঢাকলে জরিমানা
সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে ও যারা এ আইন অমান্য করবে, তাদের ১ হাজার সুইস ফ্রাংক (১ হাজার ১৪৪ ডলার) জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান। এ নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক ও কনস্যুলার ভবন, উপাসনালয় ও অন্যান্য পবিত্র স্থানে প্রযোজ্য হবে না।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় অনেক মার্কিন নাগরিকই বেশ হতাশ হয়েছেন। এরই মধ্যে বহু মার্কিন নাগরিক দেশ ছাড়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। তারা অন্য কোনো দেশে চলে যেতে চাচ্ছেন। এছাড়া অবৈধ অভিবাসীদের অনেকেও ভয় এবং অনিশ্চয়তার কথা বলেছেন। তাদের ভয় ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনেককেই নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।
রাশিয়ার রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা, তীব্র বিস্ফোরণে আতঙ্ক
রাশিয়ার তুলা শহরের একটি রাসায়নিক কারখানায় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চলা এই হামলায় আলেক্সিনস্কি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে, যার ফলে এলাকাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
বন্যা মোকাবিলায় ব্যর্থতা, স্পেনে লাখো মানুষের বিক্ষোভ
ভয়াবহ বন্যা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগে স্পেনের ভ্যালেন্সিয়ায় বিক্ষোভ করেছে লক্ষাধিক মানুষ। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শনিবার (৯ নভেম্বর) রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। তারা আঞ্চলিক প্রধান কার্লোস মাজোনের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন, ‘আমরা কাদায় মাখা, আর তোমরা রক্তে রাঙা’।
ইসরায়েল-হামাসের মধ্যে আর মধ্যস্থতা করবে না কাতার
ইসরায়েল-হামাসের সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কাতার। শনিবার (৯ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে ১০ দিন আগেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কাতার বলছে, সংঘাতের উভয় পক্ষ যুদ্ধ বন্ধের ‘ইচ্ছা ও আন্তরিকতা’ না দেখালে তারা আর মধ্যস্থতা করবে না।
মস্কোয় ইউক্রেনের বৃহত্তম ড্রোন হামলা, ২ বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ
যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেখানকার দুটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দিকে মোট ৩৪টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ১০টার মধ্যে সবগুলো ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪৪, লেবাননে ৩১ জন নিহত
গাজায় এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা এখনও অব্যাহত রয়েছে। শনিবার গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। অপরদিকে লেবাননে নিহত হয়েছে ৩১ জন। দখলদার সেনাদের হামলায় লেবাননে ছয় উদ্ধারকর্মী নিহত হয়েছে। এছাড়া দুই ফিলিস্তিনি সাংবাদিকও নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বিহারে ট্রেনের ইঞ্জিন-বগির মাঝে আটকা পড়ে রেলকর্মীর মৃত্যু
ভারতের বিহারে ট্রেনের ইঞ্জিন এবং বগির মাঝে কাপলিং খুলতে গিয়ে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রেলের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। দুই সহকর্মীর মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই প্রাণ হারাতে হয়েছে তৃতীয় জনকে। প্রাথমিক ভাবে এমনটাই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত রেলকর্তৃপক্ষ কারও বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। এই ঘটনায় উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এসএএইচ/জিকেএস