বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা দেড় কোটি বাংলাদেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র দেওয়াসহ প্রবাসীদের নানান সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।
রোববার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। বাংলাদেশি প্রবাসীদের সম্মিলিত ফোরাম ‘ইউনাইটেড এক্সাপার্টিটেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটর ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান।
তিনি বলেন, আমরা যারা বিদেশে থাকি সেই প্রবাসীদের কোনো ধরনের প্রতিনিধিত্ব আজ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কোনো পর্যায়ে পরিলক্ষিত হয়নি। আমরা এই ব্যাপারে খুবই মর্মাহত। আমাদের কর্ষ্টার্জিত অর্থ পাঠিয়ে আমাদের মাতৃভূমির নাজুক অর্থনীতি সচল রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। অথচ ভোটাধিকার নিয়ে বিগত কোনো সরকারই সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেতে চাই, আমরা এ দেশের নাগরিক।
জিল্লুর রহমান আরও বলেন, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানিকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সংযুক্ত আরব আমিরাত, ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্যে আগামী ৫ বছরে আরও ২০ লাখ লোক পাঠাতে দৃঢ় পদক্ষেপ ও পরিকল্পনা নিতে হবে।
তিনি বলেন, আমরা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন, পার্লামেন্ট, বিদেশি মিশন, সামরিক-বেসামরিক সব খাতে বৈষম্যহীন আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চাই। সংস্কারের জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা যেন শতভাগ বাস্তবায়ন হয়। আমরা প্রবাসীরা এ সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা করছি।
যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের হাইকমিশনের মাধ্যমে দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার দাবি জানিয়ে জিল্লুর রহমান বলেন, যতদিন পর্যন্ত এনআইডি না দেওয়া হবে ততদিন বাংলাদেশি পাসপোর্ট বা বিদেশি পাসপোর্টকে বাংলাদেশে আইডি হিসেবে গ্রহণ করতে হবে। বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট রুটে বিমানের ভাড়া কমাতে হবে এবং ঢাকা ও সিলেটের মধ্যে ভাড়ার বৈষম্য দূর করতে হবে।
আরএএস/কেএসআর/জিকেএস