বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ রোববার সে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া একই দিনে (২১ আগস্ট) বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আজ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কেএইচ/কেএসআর/জিকেএস