গাজীপুরে চুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

0
1


গাজীপুরে ছুরিকাঘাতে হযরত আলী (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) বিকেলে নগরীর ভারারুল জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হযরত আলী মহানগরের ৩১ নম্বর ওয়ার্ডের মৃত আজিম উদ্দিনের ছেলে।

নিহতের ভাতিজা কাওছার হোসেন মিলন জানান, বিকেলে ভারারুল জামতলা এলাকায় তার দোকানে যান। দোকান খোলার কিছুক্ষণ পর পূর্বশত্রুতার জেরে ওই এলাকার স্থানীয় মাসুদ দেওয়ান, রাবেয়া ওরফে মাফি, আলীর নেতৃত্বে কয়েকজন হযরত আলীর ওপর হামলা করে। এসময় তারা ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে তার ঘাড় ও বুকের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে আছে। আমরা জড়িতদের গ্রেফতারে কাজ করছি।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস