চেকপোস্টে র‍্যাবের ওপর হামলাচেষ্টায় ৪ যুবক গ্রেফতার

0
2


কক্সবাজারে তল্লাশিকালে চেকপোস্টে র‌্যাবের ওপর হামলার চেষ্টাকারী চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে সৈকতের লাবণী পয়েন্ট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোক্তার আহম্মদের ছেলে আক্তার কামাল সোহেল (২৭), একই ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে সাইফুল ইসলাম (৩৫), ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছরার আবদুল হাকিমের ছেলে নুরুল আমিন হেলালি (৩৪) ও সদরের খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার সৈয়দুল হকের ছেলে ইয়াছিন আরাফাত (২৪)।

র‌্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, রাতে সৈকতের লাবণী পয়েন্টের সুগন্ধা-হোটেল কক্স টুডে সংলগ্ন চেকপোস্ট বসানো হয়। রাত ৪টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে দ্রুতগতিতে আসা কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তাদের পরিচয় জানতে চাইলে তারা সেটি দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যদের মারতে উদ্ধত হন তারা। পরে হামলা চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় অজ্ঞাতনামা আরও ৪-৫ জন পালিয়ে যায়।

এসময় দুর্বৃত্তদের হেফাজত হতে ইয়ামাহা ব্রান্ডের তিনটি অত্যাধুনিক মোটরসাইকেল, দুটি কাঠের লাঠি এবং তিনটি মোবাইল জব্দ করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।