মহাসড়ক ছাড়েননি শ্রমিকরা, বেতন পরিশোধে প্রয়োজন ১১ কোটি টাকা

0
2


বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় ৩২ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টি এন জেড গ্রুপের মালিকানাধীন ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা। তারা জানিয়েছেন, বারবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তারা বেতন পাননি। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন।

এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টি এন জেড গ্রুপের শ্রমিকরা শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতনের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করছেন। তাদের একটাই কথা, বেতন না পাওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছেড়ে যাবো না।

মহাসড়কের ওপরের এত ক্ষোভ কেন, এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, আমার ধারণা তারা মনে করেন মহাসড়ক বন্ধ করতে পারলে মালিকের ওপর চাপ আসে, টাকার ব্যবস্থা করতে হয়। তাদের এরকম একটা ধারণা করতে পারে।

সারোয়ার আলম বলেন, প্রতিষ্ঠানটির দুজন মালিক। বর্তমানে একজন দেশের বাইরে অবস্থান করছেন। যিনি দেশে আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি মন্ত্রণালয়ে বসে আছেন। যেখানে ফান্ড আছে। উনার কিছু টাকা আছে। উনি চাচ্ছেন এই টাকা যদি তাকে ব্যবস্থা করে দেওয়া হয়, প্রায় ১১ কোটি টাকার মতো; তাহলে উনি এই দুই মাসের বেতনের টাকা পরিশোধ করতে পারবেন। উনার জরুরি মুহূর্তে ১০-১১ কোটি টাকার দরকার বলে আমাকে জানিয়েছেন।

এদিকে বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক ছাড়বেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। শনিবার রাতে পালাক্রমে মহাসড়কে অবস্থান নেন তারা। অনেকে রাস্তায় মশারি টানিয়ে ঘুমিয়ে ছিলেন। কেউ লাঠি হাতে অবস্থান নেন সড়কে। শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার বিকেল সোয়া ৫টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।