চট্টগ্রামে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

0
2


চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও চকবাজার এলাকায় পৃথক অভিযানে ১০ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একজনের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ ২৮ হাজার ৯০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জামাল উদ্দিন (৪৮) ও মো.পারভেছ উদ্দিন (৪০)।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুরুল আলম ভূঁইয়া জানান, বাকলিয়া অ্যাক্সেস রোডের মুখে অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে ২ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় মাদক বিক্রির নগদ এক লাখ ২৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল।

চকবাজার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন জানান, চকবাজারের হোটেল এভালন পার্কের ৫ম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ মো.পারভেছ উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ৯০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এএজেড/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।