মস্কোয় ইউক্রেনের বৃহত্তম ড্রোন হামলা, ২ বিমানবন্দরে উড্ডয়ন বন্ধ

0
1


যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেখানকার দুটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দিকে মোট ৩৪টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ১০টার মধ্যে সবগুলো ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, ড্রোনগুলোকে রামেনস্কয়ে, কোলোমনা ও ডোমোডেদোভো অঞ্চলে ধ্বংস করা হয়েছে। ভূপাতিত ড্রোনের টুকরোর আঘাতে রামেনস্কয়ের দুটি বাড়িতে আগুন ধরে যায়। এতে ৫২ বছর বয়সী এক নারী আহত হন।

আরও পড়ুন>>

রুশ বার্তা সংস্থা টিএএসএসের সূত্রে জানা যায়, এই ড্রোন হামলার ফলে মস্কোর ডোমোডেদোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরে সকাল ৮টার পর থেকে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রায় দুই ঘণ্টা পর, সকাল ১০টার দিকে বিমানবন্দরগুলোর কার্যক্রম ফের চালু হয়।

মস্কোয় এর আগে সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল গত সেপ্টেম্বরে। সেসময় ২০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। সেই আক্রমণে মস্কোর উপকণ্ঠে একজন নিহত হন এবং তিনটি বিমানবন্দর ছয় ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল। প্রায় ৫০টিরও বেশি ফ্লাইট তখন অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

ইউক্রেনের পক্ষ থেকে এই সাম্প্রতিক হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। তবে যুদ্ধের ময়দানে আকাশপথে এ ধরনের আক্রমণ দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলাগুলো রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করছে এবং রুশ রাজধানীর নিরাপত্তার ওপর এক নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

সূত্র: সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।