পুলিশের অভিযানে নাটোরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (১০ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফাত হোসাইন।
গ্রেফতারদের মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূইয়াসহ ১৮, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ দুজন, বাগাতিপাড়ায় ২, লালপুরে ৪, গুরুদাসপুরে এক ও সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজন রয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, শুক্রবার দিবাগত রাতে গণগ্রেফতার চালানো হয়েছে। সেখানে বয়জ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, আইনশৃঙ্খলার স্বার্থে শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে জেলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেশিরভাগের নামেই মামলা রয়েছে।
রেজাউল করিম রেজা/এএইচ/জিকেএস