কবে মা হবেন, জন্মদিনে জানালেন মিম

0
1


ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। বরাবরের মতো বাড়িতে নিজেদের মতো করে দিনটি উদযাপন করবেন এই অভিনেত্রী। তবে সন্ধ্যায় হয়তো তার জন্য অপেক্ষা করছে েকানো চমক। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে জিজ্ঞেস করা হয় পরিবার পরিকল্পনার কথাও। জবাবে মিম জানিয়েছেন, কবে মা হবেন তিনি।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৭ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। মডেল হিসেবে কাজ শুরু করলেও পরে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তার প্রথম সিনেমা ‘আমার আছে জল’।

আজ জন্মদিনটা কীভাবে কাটবেন? জাগো নিউজকে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাবো। অামি একটি প্রসাধন প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যামব্যাসেডর। সন্ধ্যায় তাদের অফিসে যেতে হবে। আমার ধারণা, সেখানে কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে।’

নতুন সিনেমায় যুক্ত হওয়া নিয়ে জানতে চাইলে মিম বলেন, ‘নতুন কিছু করলে আপনাদের জানাবো। এ বছর তো চলেই যাচ্ছে। আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারবো।’

বিবাহিত জীবন কেমন উপভোগ করছেন? জানতে চাইলে মিম বলেন, ‘খুব ভালো, আমরা হ্যাপী।’ মা হওয়ার গুঞ্জন শোনা গেছে জানালে মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘এমন গুঞ্জন আমি শুনিনি। এটা তো খুব ভালো খবর। এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছুই জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’

কবে মা হবেন, জন্মদিনে জানালেন মিম

২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে ঘর বেধেছেন অভিনেত্রী মিম। গত দুবছরের মধ্যে রায়হান রাফীর ‘পরাণ’ ও ‘দামাল’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন এই অভিনেত্রী। জানা গেছে, ‘আমি ইয়াসমীন বলছি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘জোনাকির আলো’ সিনেমার জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন মিম।

এমআই/আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।