নকআউট পর্ব থেকে বিদায়, লিওনেল মেসির সঙ্গে এমন ঘটনা ঘটেছে বহুবার। বেশির ভাগ ঘটেছে আর্জেন্টিনার জার্সিতে। এবার ইন্টার মিয়ামির জার্সিতেও বিবর্ণ এক বিদায় নিতে হলো মেসিকে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যেতে হলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে আজ রোববারের ম্যাচে জিততেই হতো ইন্টার মিয়ামিকে। কিন্তু শেষের নাটকীয়তায় আটলান্টার কাছে ৩-২ গোলে হেরে প্লে-অফ থেকেই বিদায় নিতে হয়েছে জেরার্ডো মার্টিনোর শিষ্যদের।
সেমিতে যাওয়ার জন্য আটলান্টার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছিল মিয়ামি। প্রথম ম্যাচে আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেয়েছিল মেসিরা। দ্বিতীয় ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত হতো মিয়ামির। কিন্তু গেল ২ নভেম্বরের ওই ম্যাচে শেষ দিকে বাজে খেলে ২-১ ব্যবধানে হেরে যায় ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।
তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় থাকার কারণে রোববারের ম্যাচটি পরিণত হয় অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’। বাঁচামরার এই ম্যাচে গোল করলেও মিয়ামির বিদায় ঠেকাতে পারলেন না মেসি। শেষদিকে অগোছালো রক্ষণের শাস্তি পেতে হয় মিয়ামিকে। নাটকীয় হারে ২০২৪ মৌসুমও শেষ হলো মেসিদের।
বিস্তারিত আসছে…
এমএইচ/এমএস