‘পুষ্পা-২’ সিনেমায় আল্লুর সঙ্গে নাচবে কে

0
3


সামান্থা রুথ প্রভু ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে কোমর দুলিয়ে ‘উ আন্টাভা’গানে নেচে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন। তবে এবার আর ‘পুষ্পা-২’ সিনেমায় তাকে দেখা যাবে না। তার বদলে আল্লুর সঙ্গী হচ্ছেন আরেক দক্ষিণী সুন্দরী। এমনই খবর শোনা যাচ্ছিল কিছুদিন ধরে। এবার তার ছবিও ফাঁস হয়েছে!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তেলুগু, কন্নড় সিনেমার নায়িকা শ্রীলীলাকে। অভিনেত্রীর পরনে রয়েছে সোনালি কাজ করা কালো পোশাক। অন্যদিকে আল্লুর লাল পোশাকে ফ্লোরাল ডিজাইন।

ছবিটি আসল না নকল এ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। তবে তা শ্রীলীলার এক ফ্যানপেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার গানের শুটিংয়ের দৃশ্য।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় যখন প্রেক্ষাগৃহের মালিকরা দর্শক খড়ায় ধুঁকছিলেন, তখন প্রায় ৩৭০ কোটির বেশি ব্যবসা করে ভারতীয় চলচ্চিত্র বাজার চাঙ্গা করেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। এবার আসছে ‘পুষ্পা-২’। এটি নিয়ে এখন দর্শকদের মাঝে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই আল্লু অর্জুনের এ সিনেমার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। প্রথমে সিনেমার মুক্তির তারিখ ছিল ১৫ আগস্ট। কিন্তু পরে তা পিছিয়ে করা ৬ ডিসেম্বর ঘোষণা করা হয়। অক্টোবরের শেষে আবার মুক্তির তারিখ একদিন এগিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:

আগামী ৫ ডিসেম্বর বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে ‘পুষ্পা-২: দ্য রুল’। এই প্রথমবার কোনো প্যান-ইন্ডিয়া সিনেমা হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি বাংলাতেও মুক্তি দেওয়া হবে। জানা গেছে, আমেরিকায় ‘পুষ্পা’র প্রিমিয়ার শোয়ের টিকিট বুকিংয়ে দারুণ সাড়া পাওয়া গেছে।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।