ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সমালোচকদের জবাব রিয়ালের

0
2


কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর পাননি। তাতে কী হয়েছে? ভিনিসিয়ুস তো ভেঙে পড়ার মতো মানুষ নন। এই কথা তিনি ব্যালন ডি’অর ঘোষণার পরদিনই জানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, প্রয়োজনে আরও ১০ বার ব্যালন ডি’অর জেতার মতো পারফর্ম করবেন। সেই লক্ষ্য নিয়েই বোধহয় শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে দুদান্ত এক হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের সমালোচকদের জবাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এতে টানা দুই ম্যাচে বড় হারের পর জয়ে ফিরলো রিয়াল। শনিবারের আগের দুই ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার খেলায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে ও চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে ৩-১ ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছিল লস ব্লাঙ্কসরা।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।