২৫৩ রানের মোটামুটি চ্যালেঞ্জিং স্কোর আফগানিস্তানের সামনে লক্ষ্য হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ। এই রান সত্যিই চ্যালেঞ্জিং কি না, তা নির্ভর করছে বোলারদের ওপর।
তবে, জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই দৃঢ়তা দেখাতে শুরু করেছে। প্রথমে রহমানুল্লাহ গুরবাজকে শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। দলীয় ১৮ রানের মাথায় গুরবাজ ক্যাচ দেন সৌম্য সরকারের হাতে।
এরপরই অন্য ওপেনার সেদিকুল্লাহ আতাল এবং রহমত শাহ মিলে দারুণ জুটি গড়ে তোলেন। তাদের দু’জনের জুটি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলো। শেষ পর্যন্ত এ দু’জনের ৫২ রানের জুটি ভাঙেন নাসুম আহমেদ।
নাসুমের বলে মেহেদী হাসান মিরাজ ক্যাচ ধরেন সেদিকুল্লাহ আতালের। ৫১ বলে ৩৯ রান করেন তিনি।
এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮। ২৫ রান নিয়ে ব্যাট করছেন রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদি রয়েছেন ৫ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৫২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৭৬ রান। সৌম্য সরকার করেন ৩৫ রান। অভিষিক্ত জাকের আলি অনিক করেন অপরাজিত ৩৭ রান। ২৫ রান করেন নাসুম আহমেদ।
আইএইচএস/