লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতির স্থান যেন ক্যাম্পাসে না হয়: সারজিস

0
2


শিক্ষক রাজনীতি অন্দরমহল থেকে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে সারজিস বলেন, লেজুড়বৃত্তিক শিক্ষক রাজনীতির স্থান যেন এই ক্যাম্পাসে (শাবিপ্রবি) না হয়। আপনারা যদি আপনাদের জায়গা থেকে দেখেন, কোনো একজন শিক্ষক যতটা না শিক্ষক তার চেয়ে বেশি রাজনীতিবিদ হয়ে ওঠছেন, তখন আপনারা তার বিরুদ্ধে বীরের মতো নির্দ্বিধায় আওয়াজ তুলবেন।

তিনি আরও বলেন, আমরা চাই খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সাস্ট ক্যাম্পাসে নির্বাচিত নির্দলীয় প্রতিনিধি হোক। নেতৃত্ব ও যোগাযোগে দক্ষ এমন কাউকে আপনারা নির্বাচিত করবেন। যার মধ্যে জবাবদিহিতার মন মানসিকতা থাকবে।

সারজিস আলম বলেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মেধাবিরা যদি দায়বদ্ধতা ও জবাবদিহিতার চর্চা শুরু না করে তাহলে দুটি ক্ষেত্রে সংকট আসতে পারে। একটি হচ্ছে মেধাবিদের প্রতিনিধিত্ব আমরা আজ থেকে ১০-২০ বছর পর জাতীয় রাজনীতিতে দেখতে পাবো না। আরেকটি সমস্যা হতে পারে এতদিন যে রাজনীতি দেখে আসছি নেতার জন্য তেলবাজি করা, নেতার বাড়িতে ঘুরঘুর করা, শপিং করে দেওয়া। এগুলো বেড়ে যেতে পারে।

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন সারজিস। এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির উপস্থিত ছিলেন।

নাঈম আহমদ শুভ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।