ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রে এক ইরানীয় নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে, ইরানের আইআরজিসির নির্দেশে ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেন। মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে বিচার বিভাগ জানায়, ফরহাদ শাকেরি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছেন যে তাকে ৭ অক্টোবর ২০২৪ ট্রাম্পকে হত্যা পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালের মুখপাত্র ইসমাইল বাঘেরি এই দাবিকে ইসরায়েল ও ইরানবিরোধীদের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। এটি ইরান ও আমেরিকার মধ্যে পরিস্থিতি আরও জটিল করার একটি প্রক্রিয়া।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি বলেছেন, যুদ্ধ ছড়িয়ে পড়ার ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই বিষয়টি বিশ্বের জানা উচিত।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, অনিরাপত্তা ও অস্থিতিশীলতা অন্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এমনকি তার চেয়েও বেশি দূরে যেতে পারে এর ক্ষতিকর প্রভাব।
সূত্র: রয়টার্স
এমএসএম