জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন অন্তত দুই হাজার জন। এরমধ্যে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডা. জাহিদ।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ আরও বলেন, গত ১৭ বছরে বিএনপির ৮০০ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। আট হাজারের বেশি নেতাকর্মী শাহাদাতবরণ করেছেন। সাত লাখ নেতাকর্মী মামলা-মোকদ্দমায় জর্জরিত। দেড় লক্ষাধিক গায়েবি মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের সাধারণ মানুষ। আর মোটাতাজা হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান কচি, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল উপস্থিত ছিলেন।
মাহাবুর রহমান/এসআর/জিকেএস