বাস্তবের প্রেমিক-প্রেমিকা আবারও জুটি হয়ে ফিরছেন

0
2


চ্যালেঞ্জার্স ছবির জন্য পরিচিত জেন্ডায়া। ‌‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবিতে তিনি টম হল্যান্ডের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন। এরপর দুই তারকা বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়ান। নতুন খবর হলো আবারও তারা রুপালি পর্দায় ফিরতে যাচ্ছেন জুটি হয়ে।

হল্যান্ডের সাথে ক্রিস্টোফার নোলানের নতুন ছবিতে যোগ দেবেন জেন্ডায়া, এমন খবরই এসেছে হলিউডের গণমাধ্যমগুলোতে।

তাদের সঙ্গে এই ছবিটিতে থাকবেন অ্যান হ্যাথওয়েও। তিনি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ছবিতে নোলানের সঙ্গে কাজ করেছিলেন। এছাড়া নোলানের ‘অপেনহাইমার’ ছবিতে কাজ করা ম্যাট ডেমনও হাজির হবেন একটি চমকপ্রদ চরিত্রে। হ্যাথওয়ে এবং ডেমন দুজনেই আবার নোলানের ‘ইন্টারস্টেলার’ ছবিতে সাপোর্টিং রোল করেছিলেন। তাই আবারও দুই তারকা নতুন করে নোলানের ছবিতে জুটি হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।

এদিকে নোলানের এই ছবি দিয়ে জেন্ডায়া এবং হল্যান্ড চতুর্থবারের মতো একসাথে পর্দায় আসতে চলেছেন। তারা আগে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ছবিতে একসাথে কাজ করেছেন।

নোলানের নতুন ছবিটি সম্পর্কে এখনো অনেক কিছু জানা যায়নি। তবে এটি ২০২৬ সালের ১৭ জুলাই মুক্তি পাবে বলে জানা যায়। তার পরের সপ্তাহে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি মুক্তি পাবে। পরপরা দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তির লক্ষে কাজ করে যাওয়াটা বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন হল্যান্ড।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।