শরীয়তপুরের সখিপুরে মাদরাসা থেকে ফেরার পথে অটোরিকশা চাপায় হুমায়রা নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মতি খার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুমায়রা ওই এলাকার সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল হুমায়রা। এসময় সে বাড়ির কাছাকাছি স্থানে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিধান মজুমদার অনি/জেডএইচ/জিকেএস