চূড়ান্ত সূচি প্রকাশ, চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ দিয়ে শুভ উদ্বোধন

0
3


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার এই সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে আরব আমিরাতের মাটিতে যুবাদের এশিয়া কাপের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। পরের দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

দুই গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে খেলবে মোট ৮ দল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচটি পূর্ণ সদস্য এই টুর্নামেন্টে সরাসরি অংশ নিচ্ছে। দলগুলো হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি ৩ দল; নেপাল, জাপান ও আরব আমিরাত এসেছে ২০২৩ অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার কাপ কোয়ালিফায়ার খেলে।

ফিকশ্চারে বাংলাদেশ পড়েছে বি-গ্রুপে। আফগানিস্তান ছাড়া এবার গ্রুপপর্বে মাহফুজুর রহমান রাব্বিরা মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও নেপালের।

এ-গ্রুপে ভারত-পাকিস্তান ছাড়া বাকি দুটি দল হলো- আরব আমিরাত ও জাপান।

৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১১তম আসরের। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে দুবাই ও শারজায়।

গ্রপ পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। প্রথম সেমি হবে দুবাইয়ে। দ্বিতীয় সেমি শারজায়।

২০২৩ সালে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার টাইগার যুবাদের শিরোপা ধরে রাখার লড়াই।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।