ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হতে হবে: মেয়র শাহাদাত

0
3


চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু দিন দিন ভয়ানক আকার ধারণ করছে। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি এডিস মশার লার্ভা জন্ম নেয় এমন জায়গা থাকলে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি বলেন, ডেঙ্গুর বিষয়ে ব্যাপক সচেতনতার লক্ষ্যে আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাব। আপনারা বিএনপির কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনের সময় সাহসের সঙ্গে আমার পাশে ছিলেন। এখনো প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে আমার পাশে থাকবেন। সিটি করপোরেশনের সেবামূলক কার্যক্রমে আমাকে সহযোগিতা করবেন। সম্প্রতিক বর্ষায় চট্টগ্রামের রাস্তা ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সমস্ত ভাঙাচুরা রাস্তা অনতিবিলম্বে মেরামত করার জন্য নির্দেশ দিয়েছি।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ারে ২০২১ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি মনোনীত ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ তাদের অপকর্মের কারণে আজ শেখ হাসিনাকে পেছনের দরজা দিয়ে পালাতে হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে আমাদের জনগণের জন্য কাজ করতে হবে। বিএনপি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। চট্টগ্রামবাসী আমাদের দিকে থাকিয়ে আছে। জনগণের কল্যাণে জনগণের পাশে থাকতে হবে। ভালো কিছু করতে হবে। প্রতিটি এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে হবে।

২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. লিয়াকত আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিম শাহ আলম, জাহাঙ্গীর আলম দুলাল, ইস্কান্দার মির্জা, ইসমাইল বালি, আবু মহসীন চৌধুরী, হাজী মো. মহসিন, রাশেদ চৌধুরী, এম এ মালেক, মাহবুবুল আলম, আবুল হাশেম, মনোয়ারা বেগম মনি, তারিক আহমদ, হাসান চৌধুরী ওসমান, মো. হারুন, আরজুন নাহার মান্না, হানিফ সওদাগর, সাদেকুর রহমান রিপন, এস এম ফরিদুল আলম, জামাল উদ্দিন জসিম, ইয়াছিন চৌধুরী আছু, মোহাম্মদ আজম, মোহাম্মদ সেকান্দর, দিদারুর রহমান লাভু, সরফরাজ কাদের রাসেল, জেসমিনা খানম, সখিনা বেগম, মনোয়ারা বেগম, খালেদা বোরহান, সাহেদা খানম, কামরুন নাহার লিজা, মো. ওসমান, শাহেনেওয়াজ চৌধুরী মিনু, ইয়াকুব চৌধুরী, সালাউদ্দীন কাউসার লাভু, সিরাজুল ইসলাম রাশেদ, সোহরাব হোসেন শাহিন, মো. হারুন, হাসান লিটন, আরিফুল ইসলাম ডিউক, জিন্নাতুন নেছা জিনিয়া, রোকসানা বেগম মাধু, মাহমুদা সুলতানা ঝর্না, শামীমা নাসরিন।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।