উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না মুশফিক

0
5


ওয়ানডেতে সাধারণত চার-পাঁচে ব্যাট করেন মুশফিকুর রহিম। কিন্তু শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অভিজ্ঞ এই ব্যাটার নামেন সাত নম্বরে। বিষয়টি স্বাভাবিকভাবেই রহস্যজনক মনে হয় সাংবাদিকদের কাছে। পরে খোঁজ নিয়ে যায়, আঙুলের চোটের কারণে দেরি করে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিক।

গত বুধবারের ম্যাচে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। পরে ব্যথা কমার জন্য তাকে বিশ্রাম নিতে বলা হয়। যে কারণেই মূলত ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় টিম ম্যানেজমেন্টকে।

ম্যাচের পর জানা যায়, মুশফিকের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। পরবর্তীতে আফগানদের বিপক্ষে সিরিজ থেকেই মুশফিকের ছিটকে যাওয়ার খবর আসে।

চোটের কারণে মুশফিক পরবর্তী সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন কিনা, ব্যাটিং-কিপিং ভালোভাবে করা সম্ভব হবে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল।

এবার আরও এক দুঃসংবাদ দিলেন মুশফিক। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে পারবেন না উইকেটরক্ষক এই ব্যাটার।

মুশফিকের বিষয়ে জানতে আজ শুক্রবার রাতে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে জাগো নিউজ।

হান্নান সরকার জাগো নিউজকে জানান, মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারবেন না। তবে ওয়ানডেতে খেলতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

জাতীয় দলের এই নির্বাচক বলেন, ‘যেহেতু আঙ্গুলে ফ্র্যাকচার আছে, তাই টেস্ট খেলতে পারবে না, সেটা ধরেই নেওয়া যায়। টেস্ট সিরিজে মুৃশফিক বাইরে থাকবে, এমনটা ধরেই দল সাজাতে যাচ্ছি। তবে ওয়ানডের কথা এখনই বলতে পারবো না।’

হান্নান সরকার আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে প্রথম ওয়ানডে আগামী ৮ ডিসেম্বর। পুরো এক মাস বাকি। তাই ওয়ানতে মুশফিক খেলবে কিনা, তা এখনই বলা কঠিন। আমরা অপেক্ষা করে দেখবো। তারপর সর্বশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেবো। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুশফিক একদিনের সিরিজ খেলবে না। তবে টেস্টে মুশফিক থাকছে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

এআরবি/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।