ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের তন্ময়

0
1


ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। অনলাইন ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন।

শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে তৌহিদুজ্জামান তন্ময়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসান ও জুরি বোর্ডের প্রধান ডিআরইউয়ের সাবেক সভাপতি শফিকুল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউয়ের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

তৌহিদুজ্জামান তন্ময় চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্ষসেরা ক্রাইম রিপোর্টারের পুরস্কার অর্জন করেছিলেন।

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের জন্য বর্ষসেরা শ্রেষ্ঠ রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়। এবার প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশন বিভাগে মোট ১১ জন অ্যাওয়ার্ড পেয়েছেন।

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের তন্ময়

তন্ময় অনুসন্ধানী প্রতিবেদনসহ জাতীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্ট কাভার করেছেন। পাশাপাশি রোহিঙ্গা, মানবপাচার ও মাদকপাচার, নারী ও শিশুপাচার, ফিন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম ও নতুন নতুন অপরাধ নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেন তৌহিদুজ্জামান তন্ময়। প্রতিবেদনগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়।

পেশাদার সাংবাদিক হিসেবে তৌহিদুজ্জামান তন্ময় ডিআরইউ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের (কেডিজিএফ) সদস্য।

তৌহিদুজ্জামান তন্ময় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখির আগ্রহ থেকে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলোতে যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়ালেখা শেষ করেন।

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের তন্ময়

পেশাগত জীবনে অনলাইন নিউজপোর্টাল বিবার্তা২৪, পূর্বপশ্চিমবিডি ও ব্রেকিং নিউজ.কম.বিডি’তে নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে অপরাধ (ক্রাইম) বিটে কাজ করা তন্ময় ২০২১ সাল থেকে জাগোনিউজ২৪.কমে কাজ করছেন।

এনএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।