কক্সবাজারের রামুতে রেল ক্রসিং পার হতে গিয়ে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে রামুর রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাহাতিয়া পাড়া এলাকায় কক্সবাজারগামী ট্রেনে তারা কাটা পড়ে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রামুর রশিদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাহাতিয়া পাড়া এলাকার মোহাম্মদ হোছনের ছেলে ওয়াহিদ (২০) ও আব্দুল মজিদের ছেলে মো. হোছন (২৪)।
রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিকু মেম্বার জানান, বিকেলে ঈদগাঁও বাজার থেকে মোটরসাইকেযোগে বাড়ি ফিরছিলেন ওয়াহিদ ও হোসেন। পথিমধ্যে রেলক্রসিং পার হতে গিয়ে কক্সবাজারমুখী একটি রেলে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, অসাবধানতায় রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা হয়েছে। রাতেই তাদের দাফন করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএইচ/এমএস