মদ খেয়ে ইভটিজিং, বেরোবিতে আটক ২

0
2


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মদ খেয়ে ইভটিজিং করায় বহিরাগত দুজনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিক করার সময় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, বহিরাগত দুজন মদ খেয়ে ওই বিভাগের এক শিক্ষার্থীকে ইভটিজিং করে। এসময় তার বন্ধুরা ওই দুজনকে ধরে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। সেখান থেকে তাদের সরাসরি তাজহাট থানায় চালান দেয় ফাঁড়ি পুলিশ।

বৈরাগত দুইজন হলেন- স্থানীয় পার্ক মোড়ের সেলুনের দোকানি শিমুল (২৫) এবং মর্ডান মোড়র আবির (২০)।

এ বিষয়ে প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ইভটিজিংয়ের দায়ে দুজনকে থানায় দেওয়া হয়েছে। সংরক্ষিত এলাকায় মদ পানের জন্য তাদের নামে অবশ্যই মামলা করা হবে। তবে মামলার ধরনের কঠোরতা তদন্ত সাপেক্ষে নির্ধারণ হবে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহালম সরদার বলেন, আসামিদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফারহান সাদিক সাজু/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।