শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে।
প্রেষণে নিয়োগ দিয়ে তাদের চাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন।
এছাড়া মো. তারিকুল ইসলাম ভূঁইয়াকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ভারত মিশনের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরএমএম/এমএএইচ/এএসএম