পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ

0
2


সারাদেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা এবং ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ এবং একটি কারখানা সিলগালা করা হয়েছে।

অন্যদিকে, নিষিদ্ধ পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে ২৫০০ টাকা জরিমানাসহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরএএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।