বোয়িং থেকে ২৫টি যুদ্ধবিমান কিনছে ইসরায়েল, ৫ বিলিয়ন ডলারের চুক্তি

0
4


ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী প্রজন্মের ২৫টি যুদ্ধবিমান কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে।

মার্কিন প্রশাসন ও কংগ্রেসে অনুমোদিত সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই যুদ্ধবিমান কেনা হবে। এ জন্য ৫ দশমিক ২ বিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই যুদ্ধবিমানগুলোর সরবরাহ ২০৩১ সালে শুরু হবে। বছরে ৪ থেকে ৬টি এয়ারক্রাফট সরবরাহ করা হবে।

এয়ারক্রাফটগুলো বিদ্যমান ইসরায়েলি অস্ত্রের সঙ্গে সমন্বিত অস্ত্র ব্যবস্থায় সজ্জিত হবে। একই সঙ্গে বর্ধিত পরিসীমা ও পেলোড থাকবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিমানগুলো হাতে এলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষতের সংকট মোকাবিলায় কাজ করতে পারবে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আয়াল জমির বলেন, এই বছরের শুরুতে সংগ্রহ করা এফ-৩৫ স্কোয়াড্রনের পাশাপাশি এফ-১৫ যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বাড়বে।

আয়াল জমির জানিয়েছেন, ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সরকার এক্ষেত্রে ৪০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।