জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যায়িত করে দলটির মহাসচিব মজিবুল হক চুন্নুকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জে এক মানববন্ধনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ ঘোষণা দেন।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে কিশোরগঞ্জের ইতিবাচক অবদান রয়েছে। আমরা সব সময় দেশ ও মানুষের পক্ষে। কিন্তু কিশোরগঞ্জের একজন, যিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের সুবিধা ভোগী, যিনি আওয়ামী লীগের আমলে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, তিনি হলেন মজিবুল হক চুন্নু। তিনি অবৈধভাবে টাকা কামিয়ে বিদেশে পাচার করেছেন। দুদকের কাছে আহ্বান থাকবে তার সম্পদের হিসাব নিন।
আবু হানিফ আরও বলেন, মজিবুল হক চুন্নুর মতো ফ্যাসিবাদের দোসরকে কিশোরগঞ্জের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করছে। তার মতো লোককে কিশোরগঞ্জে রাজনীতি করতে দেওয়া হবে না। শুধু আওয়ামী লীগের না, তাদের দোসরদেরও বিচার হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তাদেরও বিচার হবে। বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতি করতে দেবে না।
কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, পাকুন্দিয়া উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম, বাজিতপুর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট ফজল মোল্লা, সদর উপজেলার আহ্বায়ক মোমেনউদ্দীন জনি, ছাত্র নেতা ইমন খান, পায়েল চৌধুরী প্রমুখ।
এসকে রাসেল/জেডএইচ/এএসএম