বিচারপতির ব্যরিস্টার ছেলেকে পরীক্ষা ছাড়াই হাইকোর্টে উকালতির অনুমতি দেয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সাথে বিচারপতির ছেলের গ্যাজেট নিয়ে রিটকারী দুই আইনজীবীকে দুইশ টাকা জরিমানার আদেশও স্থগিত করা হয়েছে।
সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
বার কাউন্সিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও গ্যাজেটের মাধ্যমে ব্যরিস্টার জুম্মান সিদ্দিক্কীকে আইঞ্জীবীর তালিকাভুক্ত করায় বেশ কয়েকদিন ধরে সমালোচনার চলছিল। এ নিয়ে রিট করা দুই আইনজীবীকে জরিমানার মুখোমুখি হতে হয়।
আইনজীবীদের জরিমানার বিরুদ্ধে সোচ্চার হয় আইনজীবী সমিতি। জরিমানাকারী বিচারপতির বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন আইনজীবীরা। এমন প্রেক্ষাপটে এই আদেশ দিলেন আপিল বিভাগ।