মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের বেড়ি বাঁধের কিছু অংশ ধসে পড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদ পাড়ের সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের বহেরাতলা-কলাতলা পয়েন্টে ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ওই বেড়িবাঁধ নির্মিত হয়। এ বছর বাঁধে হঠাৎ ভাঙন দেখা দেয়। পরে কিছু অংশ ধসে পড়ে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
কয়েকজন স্থানীয় জানান, বাঁধে চারপাশে একাধিক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছু অসাধু। এলাকাবাসী এ ব্যাপারে বাধা দেয়। তখন তারা রাতের আঁধারে বালু কেটে নেয়। উপজেলা প্রশাসন বেশ কয়েকবার ওই স্থানে অভিযান চালিয়ে ড্রেজার নষ্ট করেছে। অপরিকল্পিতভাবে বালু তোলার জন্যই বেড়িবাঁধে এ ধস নেমেছে।
মাদানীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছি। ইতোমধ্যে ধস প্রতিরোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমও শুরু করেছি।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম