ঝালকাঠি হেফাজতের সভাপতি রহিম, সম্পাদক নুরুল্লাহ

0
2


ঝালকাঠিতে হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাওলানা আব্দুর রহিম খান পীর সাহেব গালুয়াকে সভাপতি ও মুফতি নুরুল্লাহ আশ্রাফী পীর সাহেব তালগাছিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।

বুধবার (৬ নভেম্বর) গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল গাফফার খান, মুফতি আবুল হাসান কাসেমি, সাংগঠনিক সম্পাদক মুফতি হানজালা, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মাতিন, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া খানসহ ১৫১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

হেফাজতের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সানাউল্লাহ মাহমুদী, ঢাকা মহানগর নেতা মুফতি সানাউল্লাহ খান, মুফতি আবুল হাসান কাসেমি, জেলার উপদেষ্টা মাওলানা আব্দুস সাত্তার খান (শাহ সাহেব হুজুর), মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাওলানা আল আমিন দোহারি প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আতিকুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।