বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ টি ঘোড়া ও ১০ টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টের নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল এন এস খুদ্যো উপহারের ঘোড়া ও কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পরবর্তীতে ঘোড়া ও কুকুরগুলোকে নেয়া হয় ঢাকা সাভার ক্যান্টনমেন্টে। উপহার গ্রহন করে দু দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ দিনের বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি।
এদিকে ভারত থেকে ঘোড়া ও কুকুর আসছে শুনে দেখতে সীম্নাতে শত শত উৎসুক জনতা ভীড় করেন।
চলতি বছরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০টি ঘোড়া ও কুকুর উপহার দেয়ার ঘোষণা দেয়। তার প্রথম চালান হিসেবে এই ঘোড়া ও কুকুর দেয়া হয়।