বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইলন মাস্ককে নিয়ে যা বললেন ট্রাম্প
ভিড়ের চিৎকারের মধ্যেই এমন একজন সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কথা বলতে শুরু করেন, যিনি তার প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। আর সেই ব্যক্তি হলেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ও বিশ্বের সবচেয়ে ধনী ইলন মস্ক।
আমি যুদ্ধ বাড়াবো না, থামিয়ে দেবো: ট্রাম্প
বিশ্বে যেসব যুদ্ধ চলছে, তা বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) নির্বাচনে জয়লাভের পর ফ্লোরিডায় দেওয়া এক ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি।
অর্থনীতি, কর ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের যে নীতি
ভোটে জিতে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত করে ফেলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।
নারী প্রেসিডেন্ট পেতে অপেক্ষা বাড়লো মার্কিনিদের
আট বছরে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন পান একজন নারী। নির্বাচনী ক্যাম্পেইনে জেন্ডার ছিল কেন্দ্রীয় ইস্যু।
ট্রাম্পের জয়ে পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে না: ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হোন না কেন, পররাষ্ট্র নীতিতে তেমন কোনো গুরত্বপূর্ণ পার্থক্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বুধবার (৬ নভেম্বর) দেশটির এক সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।
ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই পুতিনের
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জয়ের খবরের পরই বিশ্ব নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। তবে ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্রেমলিনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন: মোদী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হওয়া গেছে। এরই মধ্যে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জয়ের পথে ট্রাম্প, চীনের শেয়ারবাজার-মুদ্রার পতন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তিনি নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করেছে।
বাড়লো ডলার-বিটকয়েনের দাম
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। যার মধ্যে ট্রাম্প এখন পর্যন্ত ২৬৭টি নিশ্চিত করেছেন।
ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি ট্রাম্প
ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে রয়েছেন ট্রাম্প। অর্থাৎ ট্রাম্পের জয় এখন অনেকটাই নিশ্চিত বলা যায়। তিনি ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১৪টিতে।
নিজেকে জয়ী ঘোষণা করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে রয়েছেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ট্রাম্পের জয় এখন অনেকটাই নিশ্চিত বলা যায়। তিনি ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন ২১৪টিতে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এমএসএম/জিকেএস