বিএনপির র‍্যালির রোডম্যাপ ঘোষণা

0
3


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর রাজধানীতে র‍্যালি করবে বিএনপি। এ জন্য বিএনপির পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় আলোচনা শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ রোডম্যাপ ঘোষণা করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী ৮ নভেম্বর দুপুর দুইটায় বিএনপির কেন্দ্রীয় কার‍্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হবে। র‍্যালিটি কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউ গিয়ে শেষ হবে।

কেএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।