গিয়াস কাদের চৌধুরীকে বিএনপির কারণ দর্শানোর নোটিশ

0
3


বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, চট্টগ্রামের রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি ঘোষণা করা হচ্ছে কেন্দ্রের অনুমোদন ছাড়া। এটি বিএনপির নেতৃত্বের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ। রাউজানে তার কার্যক্রমে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডসহ অন্যান্য নির্বাচনী এলাকায় বিরূপ প্রভাব পড়তে পারে বলেও কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়।

কেএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।