দুর্ঘটনায় আহত অজ্ঞাত দুই নারীর ঢামেকে মৃত্যু

0
3


রাজধানীর খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় পৃথক ঘটনায় ট্রেন ও গাড়ির ধাক্কায় অজ্ঞাত দুই নারীর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাদের বয়স প্রায় ৪৫ বছর।

খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক মিঠুন চন্দ্র জানান, গত ৩০ অক্টোবর খিলক্ষেত কাঁচাবাজার এলাকা থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে এক নারীকে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ নভেম্বর) সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, বিমানবন্দর থানা এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, আমরা গত ১ নভেম্বর বিমানবন্দর এলাকা থেকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করি। তাকে ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাজী আল-আমিন/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।