বোয়ালখালীতে ৬০০ লিটার মদসহ কারবারি গ্রেফতার

0
4


চট্টগ্রামের বোয়ালখালীতে ৬০০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. সোহেল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে বোয়ালখালী থানার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল দক্ষিণ করলডেঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের এসকান্দর মিয়ার ছেলে।

বুধবার (৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ।

তিনি বলেন, গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মদ বিক্রেতা সোহেলকে আটক করা হয় এবং তার কাছ থেকে প্লাস্টিকের বস্তাভর্তি ৬০০ লিটার মদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে সোহেলসহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এমডিআইএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।